করোনা পরিস্থিতিতে আগামী ৯ এপ্রিল ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (কর্মচারী পরিদফতর) নাসরিন পারভিন স্বাক্ষরিত এক অফিস আদেশে নিয়োগ পরীক্ষা স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, অনিবার্য কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অস্থায়ী ভিত্তিতে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগে আগামী ৯ এপ্রিল সিভিল গ্রুপের ও ২৩ এপ্রিল ইলেকট্রিক্যাল গ্রুপের লিখিত পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলো।

আরও বলা হয়, এই দুই গ্রুপের নিয়োগ পরীক্ষা সময়সূচি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এর আগে মিটার টেস্টার পদের যে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটিও স্থগিত করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

এ বিষয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) আমজাদ হোসেন ঢাকা পোস্টকে জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় ও সরকারের ১৮ দফা নির্দেশনার কথা মাথায় রেখে মিটার টেস্টার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে কোন সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক করা হয়নি। 

এএসএস/ওএফ