চট্টগ্রামের খুলশী থানার পুলিশ কর্মকর্তা মঈনুদ্দিনের ছেলে মাহিন (২২) গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। শুক্রবার (২ এপ্রিল) নগরীর আকবর শাহ এলাকায় নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক। কীভাবে মাহিন গুলিবিদ্ধ হয়েছেন তা জানাননি এই পুলিশ কর্মকর্তা।

পুলিশ সূত্রে জানা গেছে, খুলশী থানার এসআই মঈনুদ্দিনের তিন ছেলে-মেয়ে। তিনি আকবর শাহ এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। ছেলে মেডিকেলে পড়াশোনা করবে এমন আশা ছিল। কিন্তু মাহিন পড়াশোনা তেমন করত না। এ নিয়ে মাহিনকে বকা দেন বাবা মঈনুদ্দিন। এরপর মাহিন তার বাবার ব্যাগ থেকে অস্ত্র নিয়ে নিজেই শরীরে গুলি চালায়।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হােসেন ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।‌

কেএম/ওএফ/এসএসএইচ