করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে ডিএমপির পরামর্শ
দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। প্রতিনিয়তই দেশে বাড়ছে করোনার প্রাদুর্ভাব। করোনা দ্বিতীয় ঢেউ ঠেকাতে দেশব্যাপী সোমবার (৫ এপ্রিল) লকডাউনের ঘোষণা দিতে যাচ্ছে সরকার।
এ অবস্থায় রাজধানীবাসীকে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব থেকে বাঁচতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো নগরবাসীকে মেনে চলতে বলেছে ডিএমপি।
বিজ্ঞাপন
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, বর্তমান করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমাদের পুরোনো অভ্যাস নতুন করে শুরু করা জরুরি। করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহারের মাধ্যমে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বাংলাদেশে করোনা আক্রান্তের প্রথম পর্যায়ে আমাদের মাঝে যেসব অভ্যাস গড়ে উঠেছিল যেমন- মাস্ক পরিধান, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি। পুরাতন অভ্যাসগুলো আবারও নতুন করে শুরু করতে হবে। এই অভ্যাস গড়ে তুলতে পারলেই করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব।
বিজ্ঞাপন
ডিএমপি আরও জানায়, বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরতে বলেছে। ঘন ঘন হাত পরিস্কার রাখতে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। করোনা মোকাবেলায় নিজে সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন।
এমএসি/ওএফ