গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড়/ ছবি: ঢাকা পোস্ট

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জনস্বাস্থ্য রক্ষায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার (৫ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। কিন্তু শনিবার (৩ এপ্রিল) ‘লকডাউন’ হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে রাজধানী ছাড়তে শুরু করে নগরবাসী। এতে যাত্রীর চাপ বেড়েছে বাস টার্মিনালসহ ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে।

রোববার (৪ এপ্রিল) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, প্রতিটি কাউন্টারের সামনে যাত্রীদের ব্যাপক উপস্থিতি। বিশ্রামাগারসহ সব জায়গায় অপেক্ষা করছেন যাত্রীরা। কেউ যাচ্ছেন একা, কেউ পরিবারসহ। সবাই ছুটছেন আপন গন্তব্যে।

কিছুক্ষণ পরপর বাস স্ট্যান্ড থেকে যাত্রীবোঝাই বাস বেরিয়ে যাচ্ছে দূরপাল্লার গন্তব্যে। যদিও সরকারি নির্দেশ মেনে বাসগুলো এখন ৫০ শতাংশ যাত্রী নিচ্ছে। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ চাপ সামলাতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। আর যাত্রীরা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেও বাস পাওয়া যাচ্ছে না। 

লকডাউনের খবরেই বাড়ি যাচ্ছেন কি না জানতে চাইলে দিনাজপুরগামী যাত্রী শাহরিয়ার আলম ঢাকা পোস্টকে বলেন, ‘হ্যাঁ, লকডাউনের কারণেই বাড়ি যাচ্ছি। ঢাকাতে ভাইয়া-ভাবির সঙ্গে থাকতাম। যেহেতু এখানে আপাতত কোনো কাজ নেই, তাই শুধু শুধু খরচ বাড়িয়ে লাভ নেই। আর লকডাউন কতদিন চলবে তারও কোনো ঠিক নেই।’

বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন শারমিন ইসলাম। পরিবারসহ তিনি বাড়ির পথ ধরেছেন। জানতে চাইলে ঢাকা পোস্টকে বলেন, ‘সকাল সাড়ে ৯টা থেকে বাসের জন্য অপেক্ষা করছি। কাউন্টার থেকে বারবার বলছে অল্প সময়ের মধ্যে বাস আসবে। কিন্তু এখনও বাসের দেখা পাচ্ছি না। কখন যে বাস আসবে আর নড়াইলের পথ ধরব, সেটাই বুঝতে পারছি না।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হানিফ এন্টারপ্রাইজ কাউন্টারের মাস্টার জহিরুল ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা যাত্রীদের কখনোই ভোগান্তিতে ফেলতে চাই না। আমিনবাজার থেকে বাস ঘুরে এই পর্যন্ত আসতে ন্যূনতম তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। যার ফলে সঠিক সময়ে বাস দেওয়া সম্ভব হচ্ছে না। সরকারি নির্দেশনায় যাত্রী পরিবহন করতে হচ্ছে অর্ধেক আসনে, এ কারণেও যাত্রীর চাপ বেশি দেখা যাচ্ছে।’ 

গোল্ডেন লাইন পরিবহনের কাউন্টার মাস্টার জাহিদ বলেন, ‘যদি প্রতিটি বাসে ৪০ জন যাত্রী নিতে পারতাম তাহলে এখন যে যাত্রীর চাপ দেখছেন, সেটি দেখতেন না। আজ অফিস ছুটির পর এই চাপ কেমন হবে, সেটি বুঝতে পারছি না।’

উল্লেখ্য, শনিবার দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। যদিও আজ (রোববার) লকডাউন নয়, ৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

এমএইচএন/এসএসএইচ/জেএস