রাজধানীতে হঠাৎ বয়ে যাওয়া ঝড়ে শিশু তুয়া (৪), সায়মা আক্তার (৩৭) নামে এক নারী ও ফরিদ (৩৫) নামে এক রিকশাচালকসহ তিনজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (৪ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৭টায় হঠাৎ ঝড়ে তুবার মাথায় টাইলস পড়ে এবং ফুটপাতে খাবার খাওয়ার সময় দেয়াল ধসে ফরিদ আহত হন।

আহত শিশু তুয়ার মা ঢাকা পোস্টকে বলেন, আমার বড় মেয়ে মিমকে কোচিং থেকে নিয়ে বাসায় ফিরছিলাম। তখন ঝড় হচ্ছিল।বাসার সামনে আব্দুল হাদী লেনে এলে রিকশা থেকে নামার পর হঠাৎ ওপর থেকে টাইলস আমার মেয়ে তুয়ার মাথায় পড়ে। পরে মেয়ের চাচা সাইফুদ্দিনসহ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

সায়মা আক্তারের স্বামী সৈয়দ শাহাদত হোসেন ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যায় বাতাস উঠলে সে বাসার সামনেই বের হয়। আমি তাকে ডাকতে বাসা থেকে বের হই। একপর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে সে গুরুতর আহত হয়। তাড়াতাড়ি তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে কোনোরকম ব্যান্ডেজ করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

আহত রিকশাচালক ফরিদ বলেন, আমি ভাত খেতে শহীদ মিনারের পাশে ফুটপাতে একটি হোটেলে ঢুকি। হঠাৎ ঝড় শুরু হলে আমার শরীরের ওপর দেয়াল ভেঙে পড়ে। এরপর আহত অবস্থায় আরেক রিকশাচালক আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ ঝড়ে একটি শিশু, এক নারী ও এক রিকশাচালক আহত হয়ে হাসপাতালে এসেছে। শিশুর মাথায় টাইলস পড়েছে, নারীর মাথায় ইট ও রিকশাচালক দেয়াল ভেঙে চাপা পড়ে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

জেডএস