সীমিত পরিসরে চলবে ইসির কার্যক্রম
সরকারি নিষেধাজ্ঞায় নির্বাচন কমিশনের (ইসি) সব পর্যায়ের অফিসে সীমিত পরিসরে কার্যক্রম চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (৪ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিনুর রহমান মিঞা স্বাক্ষরিত করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে দাপ্তরিক কার্য সম্পাদন বিষয়ে নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং এর আওতাধীন মাঠপর্যায়ের দফতরসমূহ নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এবং থানা/উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের স্মারকের আলোকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে জরুরি দাপ্তরিক কার্য সম্পাদনের জন্য সীমিত পরিসরে প্রয়াজনীয় জনবলের মাধ্যমে সম্পাদন করতে হবে।
এর আগে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে রোববার বিকেল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক ও সকল যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, অফিস সীমিত পরিসরে চালু থাকবে। যেই দফতরে কাজ থাকবে, সেই দফতরের যারা দায়িত্বে আছেন তারা স্বাস্থ্যবিধি মেনে এসে কাজ করে চলে যাবেন। মাঠর্যায়েও একই ধরনের নির্দেশনা রয়েছে। সীমিত লোকবল নিয়ে স্বল্প পরিসরে সেবা কার্যক্রম চালু রাখতে হবে।
এসআর/জেডএস