চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় রেল লাইন অবরোধ করা বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকদের লাঠিপেটা ও ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।

রেললাইন অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় জনভোগান্তি চরমে উঠার পর রেল যোগাযোগ সচল করতে উদ্যোগী হয় রেলওয়ে কর্তৃপক্ষ। মালিবাগে রেলগেট এলাকায় আন্দোলনরত শ্রমিকদের কাছে যায় বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেল পুলিশ, আনসার ও স্থানীয় থানা পুলিশ। কিন্তু কথা বলেও রেললাইন থেকে তাদের সরাতে না পারায় লাঠিপেটা শুরু করে পুলিশ, পরে ধাওয়া দিয়ে পুরো মালিবাগ রেললাইন ফাঁকা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে পুলিশের এসপি ঢাকা পোস্টকে বলেন, শ্রমিকদের রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মানুষ যাত্রী সাধারণকে ভোগান্তিতে পড়তে হয়। অনেক করে বোঝানোর পর তাদের রেললাইন থেকে সরানো যায়নি। বাধ্য হয়ে পুলিশ রেলপথে চলাচল স্বাভাবিক করতে লাঠিচার্জ ও ধাওয়া দেয়। এখন মালিবাগ এলাকা ফাঁকা। কয়েকজনকে আটক করা হয়েছে। একটু পরেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

ঢাকা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, অবরোধের সময় রেললাইন থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া রেলের নিরাপত্তার স্বার্থে মালিবাগ-খিলগাঁও পর্যন্ত রেললাইনে অবস্থান নিয়েছে পুলিশ।

তাৎক্ষনিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ কর্মসূচি শুরু করেন। এরপরই রাজধানীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন শ্রমিকরা।

জেইউ/এমজে