বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদকে গ্রেড-১ পদে পদোন্নতি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার (৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, পাঁচ জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এরমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলামকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. রুপম আনোয়ারকে বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বিজ্ঞাপন
আইএমইডির সিপিটিইউ'র পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হককে শিল্প মন্ত্রণালয়ে, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ ইনস্যুরেন্স সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মো. কামরুজ্জামানকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
এসএইচআর/এমএ