চা বোর্ডের অভিযান: চট্টগ্রামে অননুমোদিত প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ
ব্লেন্ডার লাইসেন্স না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা এবং অনুমোদহীন ব্র্যান্ড ও প্যাকেট ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল চট্টগ্রামের প্রিমিও অ্যাগ্রো অ্যান্ড কনজ্যুমার নামের একটি প্রতিষ্ঠান। এসব অভিযোগের প্রমাণ পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরের আকবরশাহ থানা এলাকায় চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞাপন
এসময় এসএস ট্রেডার্স নামে আরেকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ ধরনের চায়ের প্যাকেট জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক জানান, তিনি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্ডারের ভিত্তিতে এসব প্যাকেট তৈরি করে সাপ্লাই করে থাকেন। তবে তিনি কোনো ওয়ার্ক অর্ডার বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রতিষ্ঠানটিকে আগামী সোমবার (১১ সেপ্টেম্বর) বৈধ কাগজপত্র নিয়ে চা বোর্ডে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়।
অভিযানের বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী চা বোর্ডের লাইসেন্স ছাড়া দীর্ঘদিন অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। চা ব্যবসায় এ অনিয়ম বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
অভিযানে চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব ও সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান উপস্থিত ছিলেন।
এমআর/কেএ