পুসানের নেতৃত্বে জিহাদ-সবুজ
বামে সভাপতি, ডানে সাধারণ সম্পাদক
নাটোর জেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং টেক্সটাইল কলেজসহ ৯৭টি প্রতিষ্ঠানে পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোরের (পুসান) আংশিক কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মোহাম্মদ জিহাদ হাসান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ সাগর।
বিজ্ঞাপন
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) পুসানের পরিচালনা পরিষদের প্রধান উপদেষ্টা পুসানবন্ধু শেখ আব্দুস সোবহান পরিচালনা পরিষদের সকল সদস্যের পক্ষ থেকে আংশিক এই কমিটি ঘোষণা করেন।
নবনির্বাচিত সভাপতি জিহাদ হাসান বলেন, আমরা বিশ্বাস করি- মানুষ মানুষের জন্য এবং প্রত্যেকে আমরা সকলের তরে নিবেদিত প্রাণ। আমাদের পুসান সুশিক্ষা গ্রহণ ও জাতির সেবায় নিয়োজিত রাখতে সর্বদা দায়বদ্ধ।
বিজ্ঞাপন
সাধারণ সম্পাদক সবুজ আহমেদ বলেন, পুসান সৃষ্টির পেছনে মূল অনুপ্রেরণা ছিল নাটোরের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন। হাঁটি হাঁটি পায়ে পুসান আজ অর্ধযুগে পদার্পণ করেছে। বর্তমান পুসান একটি সমৃদ্ধ সংগঠন।
উল্লেখ্য, ২০১৭ সালের ১০ই ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আনোয়ারের নেতৃত্বে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিনিধি নিয়ে যাত্রা শুরু করে পুসান। পরবর্তীকালে মেডিকেল কলেজ ও টেক্সটাইল কলেজ সংযুক্তির মাধ্যমে দেশের ৯৭টি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে পুসানের কার্যপরিধি। প্রতিষ্ঠাকালীন সভাপতি তানভীর আনোয়ার বর্তমানে পুসানের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের প্রধান সমন্বায়ক।
এমজে