বগুড়া থেকে কালিয়াকৈর পর্যন্ত ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের যমুনা রিভারক্রসিং অংশের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ লাইন নির্মাণ কাজের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পিজিসিবি এবং ভারতীয় প্রতিষ্ঠান ট্রান্সরেইল লাইটিং লি. ও আইটিডি সিমেন্টেশন ইন্ডিয়া লি. এর সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগ প্রতিষ্ঠানের (জেভি) মধ্যে দ্বিপাক্ষিক এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিজিসিবির প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় এলওসি-২,বাংলাদেশ সরকার এবং পিজিসিবি সম্মিলিতভাবে এ কাজে অর্থায়ন করছে।

এছাড়া কালিয়াকৈর ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্রে দুইটি বে-এক্সটেনশন কাজের জন্য পিজিসিবি এবং ট্রান্সরেইল লাইটিং লি. এর মধ্যে আরেকটি পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  চুক্তি মোতাবেক আগামী ২৪ মাসের মধ্যে রিভারক্রসিং সঞ্চালন লাইন এবং আগামী ১৮ মাসের মধ্যে বে-এক্সটেনশন কাজ সম্পন্ন করে পিজিসিবির কাছে হস্তান্তর করতে হবে। এ চুক্তির অধীনে যমুনা রিভারক্রসিংয়ের জন্য নদীগর্ভ এবং নদীর উভয় প্রান্ত মিলিয়ে মোট ১৪টি সুউচ্চ ও শক্তিশালী টাওয়ার নির্মাণ করা হবে।

ওএফএ/এমজে