চট্টগ্রামে ট্রাকে গন্তব্যে যাচ্ছে মানুষ
করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও গণপরিবহন বন্ধ থাকায় চট্টগ্রামে অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে চাকরি বা জরুরি কাজে বাইরে বের হওয়া মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে চলাচল করতে দেখা গেছে। আবার কেউ কেউ পায়ে হেঁটে অথবা অতিরিক্ত ভাড়ায় রিকশায় গন্তব্যে গেছেন। এছাড়া নিয়ম না মেনে সকালের দিকে চলাচল করা দুয়েকটি বাসেও যাত্রীদের ধাক্কাধাক্কি করে চড়তে দেখা গেছে।
সকাল ৯টার দিকে চট্টগ্রামের জিইসি মোড়ে দেখা যায় অফিসগামী মানুষের জটলা। এ সময় মিনি ট্রাকে করে অনেক মানুষকে গন্তব্যে যেতে দেখা যায়।
বিজ্ঞাপন
ট্রাকে ওঠা মোহাম্মদ এমরান হোসেন নামে একজন ঢাকা পোস্টকে বলেন, ‘অফিস খোলা, নির্ধারিত সময়ে অফিসে পৌঁছাতে হবে। তাই ট্রাকে করেই যেতে হচ্ছে।’
বিজ্ঞাপন
আজহারুল ইসলাম নামে একজন অভিযোগ করেন, ‘গাড়ির জন্য ১ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কোনো যানবাহন পাচ্ছি না।’
চট্টগ্রামের ওয়াসা, লালখান বাজার, দুই নম্বর গেট এলাকা ঘুরে দেখা গেছে অফিসগামী মানুষজন রাস্তায় দাঁড়িয়ে আছেন। এ ছাড়া চট্টগ্রাম নগরীর বড় বড় শপিংমল বন্ধ থাকলেও অলিতেগলিতে দোকানপাট খোলা দেখা গেছে। সকালে নিয়ম ভেঙে দুয়েকটি বাস চলাচল করতেও দেখা গেছে।
এদিকে সোমবার (৫ এপ্রিল) সরকারি নির্দেশ অমান্য করা চট্টগ্রামে ৫৩টি মামলায় ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
কেএম/এনএফ /জেএস