গত বছরের মে মাসে স্থানীয় একটি প্রভাবশালী মহল দক্ষিণখান থানা-পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে

‘রেডিওগুলিস্তান ডট কম’ নামে একটি ফেসবুক পেইজ থেকে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশের একটি গাড়ি ভাঙচুরের যে ভিডিওটি ‘লাইভ’ বলে প্রচার করা হয়েছে সেটি আসলে গত বছরের ঘটনা। সোমবার প্রচারিত ওই ভিডিওটি ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

পুলিশ বলছে, এটি আসলে গত বছরের মে মাসের একটি ঘটনার ভিডিও। ওই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষনিক আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছিল।

মূল ঘটনা

গত বছরের ১৩ মে দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় অবৈধ ইজি বাইক চলাচল বন্ধ করতে পুলিশ অভিযান চালায়। এ সময় কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় স্থানীয় রাশি আক্তার নামে এক মহিলা পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এমনকি পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তার লোকজন এসে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের একটি টহল গাড়ি ভাঙচুর করে। 

পরে ওইদিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের নামে দক্ষিণখান থানায় একটি মামালা রুজু করে। মামলা নং-৫। সেই ভিডিওটি নতুন করে ‘লাইভ’ হিসেবে সোমবার প্রচার করা হচ্ছিল।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, এ ধরনের একটি পুরনো ভিডিও ‘লাইভ’ চালিয়ে একটি পক্ষ জনমনে আতংক সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

জেইউ/এমএইচএস/জেএস