চট্টগ্রামের পটিয়া উপজেলায় সড়কের পাশ থেকে কম্বল মোড়ানো অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে উপজেলার ধলঘাট ইউনিয়নের মুটুকনাইট বাজারের পাশ মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগী তরুণীর বয়স আনুমানিক ২৫ বছর হতে পারে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআর/এমএসএ