করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ বিধিনিষেধ চলাকালেও জরুরি দলিল নিবন্ধন করা যাবে। সোমবার (৫ এপ্রিল) নিবন্ধন অধিদফতর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। 

আদেশে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি দলিল নিবন্ধন করার জন্য সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদেরকে বলা হল। 

এতে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে। বিষয়টি অতীব জরুরি। 

গত রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে। ৫ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। এতে গণপরিবহন, দোকানপাট, শপিংমল, হাটবাজার বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ওষুধ ও খাবারের দোকান খোলা রাখা যাবে। 

এসএইচআর/ওএফ