স্বামীর সঙ্গে ঝগড়া করে গৃহবধূর আত্মহত্যা
রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম শারমিন আক্তার শাওন (৩০)। তিনি জিএম বাবুল আহমেদের মেয়ে।
বিজ্ঞাপন
নিহতের ননদ লিপিকা করিম ঢাকা পোস্টকে বলেন, ২০১৪ সালে বিয়ের পর থেকে আমার ভাবীর তিনবার বাচ্চা নষ্ট হয়েছে। অল্পতেই তিনি খুব রেগে যেতেন। গত শনিবার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সাভারের বাসা থেকে আরামবাগের নিজ ফ্ল্যাটে চলে আসেন তিনি। এরপর রাতে আত্মহত্যা করেন তিনি।
নিহতের বাবা জিএম বাবুল আহমেদ বলেন, কি নিয়ে ঝগড়া হয়েছে জানি না। সে গত শনিবার সন্ধ্যায় সাভার থেকে একাই তার নিজের ফ্ল্যাটে চলে আসে। তবে আমি শুনেছি তার স্বামী অন্য কোথাও মোবাইলে কথা বলত। এ নিয়েই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতে পারে।
বিজ্ঞাপন
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল আলম ঢাকা পোস্টকে বলেন, পারিবারিক কলহের জেরে ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় সেখান থেকে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে ঢামেকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এসকেডি