যুক্তরাষ্ট্রে ড. মোমেনের সঙ্গে ধর্মীয় সংখ্যালঘু নেতাদের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের বাংলাদেশি ধর্মীয় সংখ্যালঘু নেতারা নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। সাক্ষাতে তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

নিউইয়র্ক স্থানীয় সময় রোববার (২৪ সে‌প্টেম্বর) এ সাক্ষাতের কথা এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণায়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, ধর্মীয় সংখ্যালঘু নেতারা হেট ক্রাইম আইন পাসের সুবিধার্থে পররাষ্ট্রমন্ত্রীর সহায়তা চান। তারা গত‌ বছর দুর্গাপূজা উদযাপনের জন্য বিশেষ করে নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধিতে সরকা‌রের পদ‌ক্ষে‌পে ধন্যবাদ‌ জোনান। তারা চল‌তি বছ‌রও নিরাপদ ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকার‌কে অনুরোধ জানায়।

সদস্যদের মধ্যে নিউইয়র্ক গণতান্ত্রিক নেতা ড. দিলীপ নাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ ড. দ্বিজেন ভট্টাচার্য, ইউএসএ (বিএইচবিসিইউসি, ইউএসএ) এর সাধারণ সম্পাদক ড. টমাস দুলু রায় প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

এনআই/এসএম