ভূমি মন্ত্রণালয়ের ১৪ বছরের প্রকল্পের তথ্য চেয়ে চিঠি
ভূমি মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর ও সংস্থার ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে বাস্তবায়িত বা বাস্তবায়নাধীন সকল প্রকল্প সম্পর্কিত তথ্য জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি দেশের সকল বিভাগীয় কমিশনারকে এ চিঠি পাঠানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক ভূমি মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর, সংস্থার ২০০৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে বাস্তবায়িত, বাস্তবায়নাধীন সকল প্রকল্প, কর্মসূচি উল্লেখযোগ্য উদ্ভাবন ও ডিজিটালাইজেশন সম্পর্কিত তথ্যাদি বই আকারে প্রকাশ করে মাঠ পর্যায়ে বিতরণের লক্ষ্যে তথ্য জরুরি ভিত্তিতে প্রয়োজন।
এ অবস্থায় এ বিষয়ে বিভিন্ন তথ্য আগামী ৫ অক্টোবরের মধ্যে এ মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এসকেডি