স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলি আখতার হোসেন। শনিবার (৩০ সেপ্টেম্বর) থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৬ সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব এস এম নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. আলি আখতার হোসেনকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার বিভাগে গত ১২ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত চলতি দায়িত্ব প্রদান সংক্রান্ত কমিটি সভার সুপারিশক্রমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী (গ্রেড-২) মো. আলি আখতার হোসেনকে প্রধান প্রকৌশলীর শূন্য পদে প্রধান প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হলো।

ওএফএ/এসকেডি