অবসরের আগমুহূর্তে গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শফিকুর রেজা বিশ্বাস। পদোন্নতির পর তাকে অবসরের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) করা হয়েছে। 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শফিকুর রেজা বিশ্বাসকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে অবসর গমনের সুবিধার্থে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) পদে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে শফিকুর রেজা বিশ্বাস ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন। 

১৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৪ সালে তিনি প্রশাসন ক্যাডারে বরিশাল জেলায় চাকরিজীবন শুরু করেন। শফিকুর রেজা বিশ্বাস চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় সমাজসেবক হারিছ উদ্দিন বিশ্বাস তার বাবা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেন শফিকুর রেজা বিশ্বাস। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ থেকে নানা প্রশিক্ষণ করেছেন তিনি।

এসএইচআর/এসএম