দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর দাবি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি থামানোর দাবি জানিয়েছে নতুনধারা বাংলাদেশ (এনডিবি) নামে একটি সংগঠন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি আয়োজিত এক প্রতীকী অনশন থেকে এ দাবি জানানো হয়।
প্রতীকী অনশনে বক্তারা বলেন, নতুন প্রজন্মের প্রতিটি প্রতিনিধি এখন নীতিবিবর্জিত রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপি, সচিবদের দুর্নীতির কারণে হতাশাগ্রস্ত। তারা রাজনীতিকে ঘৃণা করতে শুরু করেছে। একই সাথে দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি, পরিবহন ভাড়া বৃদ্ধি, দুর্নীতির রামরাজত্বের কারণে রাজপথে নামতে বাধ্য হচ্ছে। সাধারণ মানুষ সহায়-সম্বল হারিয়ে এখন পথে বসছে অপরিকল্পিত রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে।
বিজ্ঞাপন
কর্মসূচি থেকে আরও বলা হয়, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণের জন্য সবার আগে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল করতে হবে। গণপরিবহনে ভাড়া কমানোর ব্যবস্থা করুন। সেই সঙ্গে মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। গতানুগতিক উন্নয়নের নামে মানুষের জীবন বিষিয়ে না তুলে মৌলিক অধিকার রক্ষায় সরকারের ভেতরে লুকিয়ে থাকা স্বাধীনতাবিরোধী, দুর্নীতিবাজ, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করুন। তাহলেই সব কিছু ঠিক হয়ে মানুষ ভালোভাবে বাঁচতে পারবে।
বক্তারা আরও বলেন, আমরা বাঁচতে চাই। কিন্তু দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে আমরা কিভাবে বাঁচি। চালের দাম এত... আমাদের রিকশাচালকরা, দিনমুজররা কিভাবে ভাত খাবে? চালের দাম রমজান উপলক্ষ্যে কিছুটা কমিয়ে দেন যেন আমরা খেয়ে-পড়ে বাঁচতে পারি। অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হয়। অথচ আমাদের দেশে এই রমজান মাসে সব লাগামহীনভাবে বেড়ে যায়। আপনারা একটু গরিব জনগণের কথা ভাবুন। আজ প্রতিটি জিনিসের দাম অতিরিক্ত, যা আমাদের মতো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমাদের কথা একবার ভাবুন। আজ বাজারে কোন জিনিসটি আমরা কিনতে পারবো। সব কিছুরই দাম অতিরিক্ত।
বিজ্ঞাপন
নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন- সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শরীফ আহমেদ, গোলাম রহমান, অ্যাডভোকেট মুনাজ মনোয়ারা মুন্নী, আবুল হোসেন, ইভানা শাহীন প্রমুখ।
এএসএস/এনএফ