ডিএনসিসির নগর মাতৃসদনে কোভিড সংক্রান্ত টেলিমেডিসিন সেবা
করোনা পরিস্থিতি মোকাবিলায় নগরবাসীকে ভাইরাসটি সম্পর্কে তথ্য ও চিকিৎসাসেবা দেওয়ার জন্য পরিচালিত ৫টি নগর মাতৃসদনে শুক্রবার (৯ এপ্রিল) থেকে টেলিমেডিসিন সেবা দেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের আওতায় এ সেবা আগামীকাল থেকে শুরু হবে বলে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
বিজ্ঞাপন
টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য প্রতিটি মাতৃসদনে ৩ জন চিকিৎসক শিফট অনুযায়ী ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন। এই টেলিমেডিসিন সেবা শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
টেলিমেডিসিন সেবা দেওয়ার জন্য নির্ধারিত মাতৃসদনের টেলিফোন নম্বরগুলো হলো- নারী মৈত্রী, নগর মাতৃসদন, নয়াটোলা পার্কের সামনে, গ্রিনওয়ে রোড, নয়াটোলা, মগবাজার, টেলিফোন: ৫৮৩১৪৯৩৩; নারী মৈত্রী, নগর মাতৃসদন, ৩/৫ খ বাঁশবাড়ি, মোহাম্মদপুর, টেলিফোন: ০১৩১১৯৪৬৪৩২; ঢাকা আহসানিয়া মিশন, ২০৯ বর্ধনবাড়ি, নেকিবাড়িরটেক, হরিরামপুর, মাজার রোড, মিরপুর-১, টেলিফোন: ০১৩০১-৫৯৬৮৩৯; বাপসা, নগর মাতৃসদন, জে-২/এ, বর্ধিত পল্লবী, মিরপুর, টেলিফোন: ০১৭৭০-৭২২১৯৪; পিএ-৫, ইউটিপিএস, বাড়ি-১১, রোড-১১, সেক্টর-৬, উত্তরা, টেলিফোন: ০১৩১৪-৭৬৬৫৪৫।
বিজ্ঞাপন
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম নগরবাসীকে এসব টেলিফোন নম্বরে ফোন করে করোনা সংক্রান্ত টেলিমেডিসিন সেবা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এএসএস/জেডএস