অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) মিশন প্রধান (অন্তর্বর্তীকালীন) এরিকা ব্রয়ার্স বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কে এম মহিউদ্দিন কায়েসের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন। 

মঙ্গলবার (১০ অক্টোবর) বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কার্যাল‌য়ে এ বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

মানামার বাংলা‌দেশ মিশন জানায়, আইওএম মিশন প্রধান এরিকা বাহরাই‌নের বাংলা‌দেশ দূতাবা‌সে স্বাগত জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স। প‌রে তারা বৈঠ‌কে মি‌লিত হন। বৈঠকে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সুযোগ-সুবিধা উন্নয়নের বিষয়সহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।

এনআই/জেডএস