বিএসএমএমইউয়ে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী দ্বিতীয় ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ডোজের শুরুর দিকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা টিকা গ্রহণে কিছুটা পিছিয়ে থাকলেও এবার আগেভাগেই দ্বিতীয় ডোজের টিকা নিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ টিকা নেওয়ার মাধ্যমে দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি শুরু করেন।

আরও পড়ুন : ভ্যাকসিন পাসপোর্ট দেওয়া হবে

এরপর করোনার দ্বিতীয় ডোজের টিকা নেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া করোনার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ ও স্বাস্থ্যবিষয়ক সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদোচ্ছের আলী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় সাংবাদিকদের খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত করোনা নির্মূল করার প্রতিষেধক না আসে ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। ভ্যাকসিনের দিকে তাকিয়ে থাকলে হবে না, উদাসীন হলে হবে না। সচেতন হতে হবে। সচেতনতাই করোনা প্রতিরোধের একমাত্র উপায়। সরকারের পক্ষ থেকে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন : টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী

এছাড়াও প্রথম দিনেই দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্ত্রী হাসিনা গাজীসহ কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

সচিবালয় ক্লিনিকে টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বেলা ১টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

আরও পড়ুন : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন সিইসি

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সবার মঙ্গলের জন্য কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করতে হবে। নিজের, পরিবারের সদস্যদের, আত্মীয় স্বজনের জীবন রক্ষার্থেই সময়মতো এ টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এ ছাড়া জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

আরও পড়ুন : দ্বিতীয় ডোজের টিকা নিলেন ডা. জাফরুল্লাহ

ভিআইপিদের মধ্যে এদিন টিকা নিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান, দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, পিএসসি সদস্য ফয়েজ আহম্মদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি শাহিনুর ইসলাম।

বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের ১৪ দিন পর থেকে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। এ সময় পর্যন্ত আমাদের অবশ্যই মাস্ক পরিধানসহ সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

টিআই/এসকেডি