‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক, নির্মল, দুর্জয়’ —এ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস পালন করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বুধবার (১৮ অক্টোবর) বিদ্যুৎ ভবনে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমীর আলি বলেন, শেখ রাসেল তার ছোট্ট জীবনে পিতাকে খুব কম সময় কাছে পেয়েছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক ব্যস্ততা, কারাবন্দি জীবন শেখ রাসেলকে পিতৃস্নেহ থেকে করেছে বঞ্চিত। রাসেলের জন্মদিনে আনন্দ না করে বরং ইতিহাসের সেই কালো রাত্রির কথা উঠে আসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। ভাবতেই গা শিউরে ওঠে, এতটুকু শিশুকে কোনো মানুষ গুলি চালাতে পারে।

ফুল দেওয়ার সময় উপস্থিত ছিলেন ডেসকো'র নির্বাহী পরিচালক জগদীশ চন্দ্র মন্ডল, নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।

এরপর ডেসকোর প্রধান কার্যালয়ে শেখ রাসেল ও ১৫ আগস্টে নিহত সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ওএফএ/এসএম