রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
রাজধানীর যাত্রাবাড়ীর তিন রাস্তার মোড়ে হানিফ ফ্লাইওভারের ঢালে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক মাহমুদুল হাসান রোহিত (১৯) নিহত হয়েছেন। একই ঘটনায় তার বন্ধু মারজান (১৮) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
তাদের উদ্ধার করে নিয়ে আসা পথচারী ইব্রাহিম ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় পড়ে থাকা অবস্থায় আমরা দ্রুত তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। একজন মারা গেছেন। আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তবে দুর্ঘটনা কীভাবে হয়েছে তা বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, হানিফ ফ্লাইওভারের পাশে একটি দুর্ঘটনা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে আমরা এখনো জানতে পারিনি। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরেকজন এখন চিকিৎসাধীন রয়েছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, এখনো তাদের পূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। শুধু নাম জানা গেছে, বিস্তারিত জানার চেষ্টা চলছে।
এসএএ/এফআর/জেএস