ড. এ. কে. এম. রফিক আহাম্মদ

কারোনা আক্রান্ত হয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ. কে. এম. রফিক আহাম্মদ রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। 

পরিবেশ অধিদফতরের একাধিক কর্মকর্তা বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। 

এদিকে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. হুমায়ুন কবীর ও পরিচালক (প্রশাসন) ড. মো. মোকছেদ আলীও করোনা আক্রান্ত। বর্তমানে তারা বাসায় চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিজেরাই ঢাকা পোস্টকে জানিয়েছেন। 

মহাপরিচালকের বর্তমান অবস্থা সম্পর্কে রাজারবাগ পুলিশ হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক ঢাকা পোস্টকে বলেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।  চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। বাকিটুকু আল্লাহ জানেন। এ মুহূর্তে তার শারিরীক অবস্থা সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।

পরিবেশ অধিদফতরের প্রচার বিভাগের সহকারী পরিচালক সমর কৃষ্ণ দাস ঢাকা পোস্টকে বলেন, গত ২৩ মার্চ স্যারের করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। পরে ২৭ তারিখে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।

এমএইচএন/এসকেডি