রাঙ্গুনিয়া মডেল থানা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় প্রতিপক্ষের গুলিতে মো. মফিজ খান (৪৩) নামে একজন খুন হয়েছেন। শুক্রবার (৯ এপ্রিল) বিকেলে সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি। তিনি বলেন,  মফিজ খানের সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় কয়েকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের কারণেই তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছি।

রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম ঢাকা পোস্টকে বলেন, পশ্চিম সরফভাটা এলাকার ২নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে হেঁটে যাচ্ছিলেন মফিজ। এ সময় মোটরসাইকেলে করে দুজন এসে খুব কাছ থেকে মো. মফিজকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মফিজ এলাকায় ‘ডাকাত মফিজ’ নামে পরিচিত। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র আইনে ছয়টি মামলা আছে বলে জানান সহকারী পুলিশ সুপার।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ওসি।

পুলিশ সূত্রে জানা গেছে, যারা মফিজকে হত্যা করেছে তারাও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।  তাদের বিরুদ্ধে ও থানায় মামলা আছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ চলছে বলেও জানান তিনি।  

কেএম/এফআর