শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি পূজা মণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ৬৪টি জেলায় যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ৬৪টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রেখেছে বাহিনীটি। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন নিয়োজিত আনসার সদস্যরা।

এদিকে, রোববার (২২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

পরিদর্শনকালে পূজা মণ্ডপ পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির সঙ্গে নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। 

পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী, আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) পরিচালক রাজিব হোসাইন, উপপরিচালক (সমন্বয়), উপপরিচালক (অপারেশনস), উপপরিচালক (মনিটরিং), উপপরিচালক (যোগাযোগ) ও ঢাকার বিভিন্ন জোন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা।

জেইউ/কেএ