পূজায় নিরাপত্তায় সারা দেশে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি পূজা মণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া, ৬৪টি জেলায় যেকোনো আপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য ৬৪টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রেখেছে বাহিনীটি।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) পর্যন্ত সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন নিয়োজিত আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
এদিকে, রোববার (২২ অক্টোবর) ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন মন্দির, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন মণ্ডপ পরিদর্শন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।
পরিদর্শনকালে পূজা মণ্ডপ পরিচালনা কমিটি ও সেচ্ছাসেবক কমিটির সঙ্গে নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের পরিচালক মো. রফিকুল ইসলাম, পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলী, আনসার গার্ড ব্যাটালিয়নের (এজিবি) পরিচালক রাজিব হোসাইন, উপপরিচালক (সমন্বয়), উপপরিচালক (অপারেশনস), উপপরিচালক (মনিটরিং), উপপরিচালক (যোগাযোগ) ও ঢাকার বিভিন্ন জোন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা।
জেইউ/কেএ