বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে পড়ে ছিল নারীর মরদেহ
রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিন নম্বর গেটের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ওই নারীর নাম ও পরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিজ্ঞাপন
এসএএ/কেএ