ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা এলাকায় মহাসড়কের বিভিন্ন অংশে গাছ ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ইতোমধ্যে মহাসড়ক থেকে গাছ সরাতে কাজ শুরু করেছেন। যদিও রাত ১২টা পর্যন্ত মহাসড়ক থেকে গাছ পুরোপুরি অপসারণ করা যায়নি। যান চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের বিভিন্ন অংশে গাছ পড়েছে। এতে করে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাছের পরিমাণ বেশি। এ কারণে সরাতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড় হামুন উপকূল অতিক্রম শুরু করে। এরপর কক্সবাজারের পার্শ্ববর্তী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সঙ্গে তীব্র গতিতে বাতাস বইতে শুরু করে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গাছ ভেঙে পড়ে।

এমআর/এসএসএইচ