শাজাহানপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন
রাজধানীর শাজাহানপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহাজাদী সুলতানা।
বিজ্ঞাপন
তিনি বলেন, বাসের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে খিলগাঁও যাচ্ছিল ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরবর্তীতে দুর্বৃত্তরা ফায়ারের সার্ভিসের গাড়িটির ওপর হামলা করে। ফায়ার ফাইটারদের মারধর করে গাড়ি থেকে বের করে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে রাজধানীর কাকরাইল, মালিবাগ ও কমলাপুরে গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিকেলে মৌচাক ফ্লাইওভারে বলাকা বাসে ও কমলাপুরে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেছে। আগুনে বাস দুটি পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে, সেই তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কাকরাইল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডিএমপির রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, কাকরাইল মোড়ে একটি বাসে আগুনের ঘটনা শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে কে বা কারা আগুন দিয়েছে সেই তথ্য জানা যায়নি।
এমএসি/এসকেডি