করোনাভাইরাসে আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক সহযোগিতা দিতে ‘কুইক রেসপন্স টিম’ গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিষয়ে রোববার (১১ এপ্রিল) মন্ত্রণালয়ে অফিস আদেশ জারি করা হয়েছে।

কমিটিতে বিকল্প টিম লিডার হিসেবে রয়েছেন উপসচিব মো. নূরুল হক। সদস্য হিসেবে রয়েছেন- উপসচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. খোকন মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আব্বাছ উদ্দিন এবং অফিস সহায়ক মো. বেলাল হোসেন।

অফিস আদেশে বলা হয়, রেসপন্স টিমের সদস্যরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

এতে আক্রান্তদের তথ্য প্রতিবেদন আকারে যুগ্ম সচিবের (প্রশাসন) কাছে পাঠাতে বলা হয়েছে।

এসএইচআর/এসএসএইচ/জেএস