রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বেড়িবাঁধের লিমিটেড ৩ নম্বর এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের শিকার বাসটি গাবতলি থেকে বাবুবাজার রুটে চলাচলকারী প্রত্যয় পরিবহনের একটি বাস।

আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ভূঁইয়া। তিনি বলেন, আগুনের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে আছি। তবে এখনো কেউ আটক নেই।

এমএসি/এমজে