ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় কিশোর গ্যাং মনির গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটকরা হলেন- মো. মনির হোসেন (১৫), মো. শরিফ (১৩), মো. মোবারক (১৪), মো. শিপন (১৪) ও শিপন (১৩) মিয়া। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১১ এপ্রিল) রাতে জানা যায়, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ১ নং রেলওয়ে মার্কেটের পাশে অন্ধকারাচ্ছন্ন ফাঁকা জায়গায় দেশীয় অস্ত্র সরঞ্জামসহ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
ওই সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হলে উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা সবাই স্থানীয় কিশোর মনির গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় রাস্তায় চলাচল করা সাধারণ মানুষকে সঙ্গে থাকা দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল এবং মূল্যবান সামগ্রী কেড়ে নিত। তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
জেইউ/জেডএস