চট্টগ্রামের পটিয়া উপজেলার উজিরপুর এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ এপ্রিল) পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত তিনটার দিকে জসিমের বাড়িতে অভিযান চালানো হয়। তবে জসিমকে বাড়িতে পাওয়া যায়নি। পরে তার দোতলা বাড়ি তল্লাশি করে ছাদ থেকে বাজারের ব্যাগে রাখা ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, জসিমের বিরুদ্ধে আটটি মাদক মামলা রয়েছে। তিনি অস্ত্র ব্যবসায় সম্পৃক্ত কি না বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া কেন ৩০০ রাউন্ড কার্তুজ রাখা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে। জসিমকে গ্রেফতারে পুলিশ কাজ করছে। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে। জসিম এলাকায় মাইকেল জসিম হিসেবে পরিচিত।

কেএম/আরএইচ