রাজধানীতে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪
রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁওয়ে একটি কন্সট্রাকশন সাইটে থিনারের কেমিক্যাল ড্রাম কাটার সময় ৪ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মোজাফফর (২৬), রফিকুল (১৮), সরলাল দাস (৪৫) ও মো রবিন (১৯)।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা তরিকুল ইসলাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন সকালের দিকে আগারগাঁও থেকে কেমিক্যালের ড্রাম কাটার সময় বিস্ফোরণে দগ্ধ চারজন জরুরি বিভাগে এসেছে। এদের মধ্যে মোজাফফরের শরীরের ৩ শতাংশ রফিকুলের শরীরের ৪৫ শতাংশ, সরলাল দাসের শরীরের ৩ শতাংশ ও মো রবিনের শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে রফিকুল ও রবিনের অবস্থা আশঙ্কাজনক। চারজনেরই জরুরি বিভাগে চিকিৎসা চলছে বলে জানান তিনি।
এসএএ/পিএইচ