ঢাকা-১৩
নানকের আসনে ৭ জনের মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে মোট ১১ জন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি ও তথ্যের গরমিল থাকায় বাকি সাতজনের প্রার্থীতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।
বিজ্ঞাপন
সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান।
বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির শফিকুল ইসলাম, বাংলাদেশ তরিকত ফেডারেশনের কামরুল আহসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) জাহাঙ্গীর কামাল ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের জাফর ইকবাল নান্টু।
বিজ্ঞাপন
এনএম/কেএ