গ্রেফতার মা-মেয়ে

চট্টগ্রামে ইয়াবাসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের মনসুরাবাদ বাই লেন এলাকা থেকে মমতাজ বেগম (৪৮) ও তার মেয়ে রেশমা আক্তারকে (২৬) গ্রেফতার করা হয়। কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা হলেও তারা থাকতেন মনসুরাবাদে।  

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনসুরাবাদ বাই লেন চিশতীয়া মঞ্জিল (২) এর তৃতীয় তলা থেকে মা ও মেয়েকে গ্রেফতার করা হয়। রেশমা আক্তারের কামিজের পকেট থেকে এবং তার মা মমতাজের শাড়ির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় মোট ২০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, রেশমার আগে গার্মেন্টসে চাকরি করতেন। সেখানে তার এক নারী সহকর্মীর সংস্পর্শে এসেই মাদক কারবারে জড়িয়ে পড়েন। এরপর তিনি তার মাকেও জড়ান এ পেশায়। গত এক বছর ধরে মা ও মেয়ে এভাবে ইয়াবা বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

কেএম/আরএইচ