ইফতারের বিভিন্ন আইটেম সাজিয়ে রেখেছেন এ দোকান মালিকরা/ ছবি: সুমন শেখ

করোনার কারণে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের মধ্যেও প্রথম রোজায় বাহারি ইফতারের সমারোহ দেখা গেছে রাজধানীর বিভিন্ন এলাকার রেস্তোরাঁ, খাবার হোটেল ও অস্থায়ী ইফতারের দোকানগুলোতে।

ইফতারি কিনতে রাজধানীর বিভিন্ন এলাকার দোকানে কিছুটা ভিড়ও ছিল। আবার অনেক দোকানে বিক্রেতা ছাড়া আর কাউকেই দেখা যায়নি। 

তবে কেনাকাটার খুব ধুম নেই। নীরবেই ক্রেতারা এসে ইফতার কিনে ফিরে যাচ্ছেন ঘরে।

ইফতার কিনতে আসা মো. ফয়সাল বলে, করোনার কারণে জনসমাগম নিষিদ্ধ থাকায় আগের মতো লোক দেখা যায় না। সবাই এখন ঘরেই বানিয়ে খাচ্ছেন ইফতার।

জনসমাগম নিষিদ্ধ হওয়ায় বাইরে কাউকে ইফতার করতে দেখা যায়নি।

এফআর