৪১তম বিসিএসে চূড়ান্ত সুপারিশ পেয়েও পদ স্বল্পতার কারণে যারা ক্যাডার পদ পায়নি তাদের মধ্যে ৩ হাজার ১৬৪ জনকে নন ক্যাডার পদে বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরে নিয়োগের জন্য সুপারিশ করাা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১১৬ জন প্রার্থীকে বিভিন্ন সরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তারা ১০ম গ্রেডে বেতন পাবেন।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্ম-সচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিসিএসের নন-ক্যাডারে মোট ৩ হাজার ১৬৪ জন প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। নবম থেকে ১২তম গ্রেডের বিভিন্ন শূন্যপদে তারা নিয়োগ পাবেন।

জানা গেছে, সরকারি স্কুলে দশম গ্রেডে বেতনে ইংরেজির সহকারী শিক্ষক পদে ২৩৫ জন, গণিতের সহকারী শিক্ষক পদে ৬৯ জন, সামাজিক বিজ্ঞানের সহকারী শিক্ষক পদে ৬৭ জন, ভৌতবিজ্ঞানের সহকারী শিক্ষক পদে ১৯৯ জন, জীববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক পদে ১২৩ জন, ব্যবসায় শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক পদে ২১৩ জন, ভূগোলের সহকারী শিক্ষক পদে ৭৮ জন, ধর্ম বিষয়ের সহকারী শিক্ষক পদে ৪৮ জন, কৃষি সহকারী শিক্ষক পদে ৮৪ জন নিয়োগ সুপারিশ পেয়েছেন।

পিএসসি জানিয়েছে, ৪১তম বিসিএস পরীক্ষা-২০১৯-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশ না পাওয়া প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী-বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের নন-ক্যাডারভুক্ত শূন্যপদে নিয়োগের জন্য ৩ হাজার ১৬৪ জনকে সুপারিশ করা হলো। তারা নবম থেকে ১২তম গ্রেডে নিয়োগ পাবেন।

এনএম/এমএসএ