বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং জেনারেল ইলেক্ট্রিকের মধ্যে ঘোড়াশাল ৩য় ইউনিট রি-পাওয়ারড সিসিপিপি প্রকল্প নিয়ে গ্যাস টারবাইন (জিটি) মেরামতসহ সংশ্লিষ্ট উপকরণ সরবরাহ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনের বোর্ড রুমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান।

চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে পিডিবি চেয়ারম্যান বলেন, আজ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জন্য অত্যন্ত আনন্দের দিন। আজকের দিন থেকে আমরা আবারও ঘোড়াশালকে পাওয়ার হাবে পরিণত করতে চলেছি। এখন ঘোড়াশাল ৩য় ইউনিটের চুক্তি স্বাক্ষর হচ্ছে। 

কয়েকদিন পরে ৪র্থ ইউনিটেরও চুক্তি স্বাক্ষর হবে। আর এভাবেই বঙ্গবন্ধুর হাতে গোড়াপত্তন হওয়া ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র ফিরে পাবে তার পুরনো ঐতিহ্য। বিউবো এবং জেনারেল ইলেক্ট্রিক পাশাপাশি থেকে পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব অব্যাহত রেখে নির্দিষ্ট সময়ের আগে চুক্তি বাস্তবায়ন করবে।

পিডিবির সদস্য (অর্থ) সেখ আকতার হোসেন বলেন, আমরা অচিরেই ঘোড়াশালের বন্ধ থাকা সকল ইউনিটগুলো সচল করতে সক্ষম হবো। এ লক্ষ্যে আজকের এ চুক্তিসহ আরো নানান কার্যক্রম চলমান রয়েছে।

পিডিবিত সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী সরদার বলেন, এ চুক্তি বাস্তবায়নে জেনারেল ইলেক্ট্রিক তাদের নিজস্ব মান বজায় রাখবে এবং আমরা ঘোড়াশালকে পূর্বের অবস্থায় দেখতে পাবো।  

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক ক্রয় মো. আবু ছাঈদ ও জেনারেল ইলেক্ট্রিক এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সিনিয়র প্রজেক্ট ফাইনান্স ম্যানেজার জিতেন্দ্র কুমার গুপ্ত।

ওএফএ/এমএসএ