বহুতল ভবনের নকশা-ছাড়পত্রের অনুমোদন নিতে হবে ডিটিসিএ থেকেও
২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দেওয়া অনুমোদিত ১০তলা বা ৩৩ মিটারের ঊর্ধ্বে বহুতল ভবনের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) থেকেও অনুমোদন নিতে হবে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিটিসিএর নির্বাহী পরিচালক সাবিহা পারভীনের সই করা একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে এই বিষয়টি বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন উল্লেখ করেছেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন, ২০১২ এর আওতায় বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকীকরণ করার লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করে ডিটিসিএ প্রতিষ্ঠা করা হয়।
ডিটিসিএ আইন-২০১২ এর ধারা (৯) এর উপধারা (চ) অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ডিটিসিএর অধিভুক্ত এলাকায় বহুতল ভবন নির্মাণ ও আবাসিক প্রকল্প গ্রহণের পূর্বে ডিটিসিএ হতে যানবাহন প্রবেশ-নির্গমণ ও চলাচল (ট্র্যাফিক সার্কুলেশন) সংক্রান্ত নকশা অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
বিজ্ঞাপন
২০১২-২০২০ সাল পর্যন্ত সময়ে রাজউকের অনুমোদিত ১০ তলা বা ৩৩ মিটারের তদূর্ধ্ব বহুতল ভবনের মধ্যে ট্র্যাফিক সার্কুলেশন ছাড়পত্রবিহীন ভবনের তালিকা ডিটিসিএ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই অবস্থায় ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় উল্লিখিত প্রকল্পগুলোর স্বত্বাধিকারী বা যথাযথ প্রতিষ্ঠানকে ট্র্যাফিক সার্কুলেশন সংক্রান্ত নকশা অনুমোদন ও ছাড়পত্র গ্রহণের নিমিত্তে ডিটিসিএতে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এএসএস/কেএ