সাততলা ভবনের ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু
রাজধানীর বসুন্ধরা সিটির পেছনের এলাকার সাততলা একটি ভবনের ছাদে কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. নজরুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
নজরুলের সহকর্মী মো. লালচাঁদ বলেন, আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান সে আর বেঁচে নেই।
নজরুলের গ্রামের বাড়ি মাগুরা সদর জেলার মাইতা গ্রামে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএএ/এনএফ