আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের ভোট পর্যবেক্ষণে ঢাকায় আসছেন জাপানের একটি পর্যবেক্ষক দল। দলটি আগামীকাল শুক্রবার (৫ জানুয়ারি) থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঢাকার জাপান দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাপান সরকার একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মিশনটির নেতৃত্ব দেবেন বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়াটানাবে মাসাতো।

জাপান দূতাবাস জানায়, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য জাপান সরকার একটি পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিনিধিদল ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো, যিনি একসময় বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

প্রতিনিধি দলটি ভোট প্রদান ও গণনা পর্যবেক্ষণের পাশাপাশি মিশন, বাংলাদেশ নির্বাচন কমিশন এবং অন্যান্য দেশের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে মতামত ও তথ্য বিনিময় করবে।  

জাপান দূতাবাস বলছে, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ বাংলাদেশে গণতন্ত্রকে সুসংহত করার জন্য জাপানের সহযোগিতার একটি অংশ, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষণার প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।

এনআই/এমজে