রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস (৭৯৫) ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ঢাকা-মাওয়া রেলপথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা-বিমানবন্দর রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল চালু আছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে বিষয়টি জানা যায়।

এরআগে শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

/এমএইচএন/এমএসএ