বেনাপোল এক্সপ্রেসে আগুন : উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বিজিবি
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এ আগুন দিয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয়রাও।
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের খবরে ঘটনাস্থলে পৌঁছেছে বিজিবির একটি দল।
বিজ্ঞাপন
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে যোগ দিয়েছে বিজিবি।
জেইউ/এসএসএইচ