অনিয়মের অভিযোগে ঢাকা-১৪ আসনের নির্বাচনের ফল স্থগিত চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি দিয়েছেন কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান।

রোববার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক চিঠির মাধ্যমে তিনি এই আবেদন জানান।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, নির্বাচনে সিদ্ধান্ত হাই স্কুল, জাহানাবাদ সরকারি বিদ্যালয়, দারুস সালাম সরকারি হাই স্কুল কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে রেজাল্ট শিটে (ফল বিবরণী) ভোট গণনার আগেই স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে। এসব বিষয়ে আমি স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের কাছে জানতে চাইলে তারা ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চান। এতেই অনিয়মের বিষয়টি প্রমাণিত হয়।

তিনি আরও লিখেছেন, এবিষয়ে ঢাকা ক্যান্টনমেন্টের নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে অবহিত করলে তারা কোনো ব্যবস্থা নেননি।

ফল স্থগিতের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের তদন্ত চেয়েছেন তিনি।

এই আসনে নৌকা প্রতীকে মো. মাইনুল হোসেন খানসহ মোট ১৪ জন প্রার্থী নির্বাচন করছেন।

এমএম/টিআই/এআর/জেডএস