মতিঝিলে বিমানের টিকিট নিতে গিয়ে যুবক আহত
আহত মারুফ/ ছবি: ঢাকা পোস্ট
রাজধানীর মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে টিকিট সংগ্রহ করতে আসা যাত্রীদের ধাক্কাধাক্কিতে মারুফ (২০) নামে এক যুবক আহত হয়েছে।
রোববার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তার বাবা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
বিজ্ঞাপন
আহত মারুফ ঢাকা পোস্টকে বলেন, সকালে গাজীপুরের কালীগঞ্জ থেকে মতিঝিল আসি। অনেক কষ্ট করে টাকা জমিয়ে সৌদি আরব যেতে চেয়েছিলাম। কিন্তু যাওয়ার আগেই রক্তাক্ত হতে হলো। টিকিট সংগ্রহ করতে গিয়ে ধাক্কাধাক্কিতে গ্লাসের ওপর পড়ে যাই। এতে আমার শরীরের বিভিন্ন জায়গায় কেটে রক্ত পড়তে থাকে। পরে বাবা আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
আহতের বাবা আশরাফ উদ্দিন বলেন, জমি বিক্রি করে ছেলেকে সৌদি আরব পাঠাতে চেয়েছিলাম। অথচ যাওয়ার আগেই সে টিকিট আনতে গিয়ে গুরুতর আহত হলো। এখন কী করব, কীভাবে তাকে বিদেশে পাঠাব কিছু মাথায় আসছে না।
বিজ্ঞাপন
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, সৌদি আরবগামী যাত্রী মারুফ ধাক্কাধাক্কিতে আহত হয়ে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। এখানে তার চিকিৎসা চলছে।
এসএএ/এসএসএইচ