অবস্থার উন্নতি না হলে ‘লকডাউন’ বাড়ার সম্ভাবনা রয়েছে
অবস্থার উন্নতি না হলে ‘লকডাউন’ বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সোমবার (১৯ এপ্রিল) সচিবালয়ে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নেওয়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে সোমবার দুপুর ১২টায় সচিবালয় ক্লিনিকে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন আ ক ম মোজাম্মেল হক। টিকা নিয়ে মন্ত্রী ভালো বোধ করছেন বলে জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ সময় সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।
বিজ্ঞাপন
এসএইচআর/এসএসএইচ